নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” এই শ্লোগান ধারণ করে তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এবং ইতিবাচক সমাজ পরিবর্তন আনতে রাজবাড়ীতে সাইকেল রোড শো অনুষ্ঠিত হয়েছে। তারুণ্য উৎসব উপলক্ষে রোববার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মাদকমুক্ত রাজবাড়ী গড়ার লক্ষে রোড শো’র আয়োজন করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আ¤্রকানন চত্ত্বর থেকে আনুষ্ঠানিকভাবে সাইকেল রোড শো উদ্বোধন করেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। পরে সাইকেল রোড শো আ¤্র কানন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, জুলাই-আগষ্টের ছাত্র আন্দোলন সারা দেশে পরিবর্তনের পথ দেখিয়েছে। তরুণরা সব ঐতিহাসিক ঘটনার নেতৃত্ব দিয়েছেন। এ ধরনের উদ্যোগ তাদের মাদকমুক্ত জীবন গঠনে সহায়ক হবে। এবং সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ সাইকেল রোড শোতে রাজবাড়ীর তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এই কার্যক্রম মাদকমুক্ত সমাজ গঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা।
এ ছাড়া এ আয়োজনে অংশ গ্রহণ করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা।