Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন নির্বাচন কমিশন করতে হবে — জাকের পার্টির মহাসচিব

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বজন গ্রহনযোগ্য,  অংশগ্রহনমূলক ও উৎসবমূখর নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা যেমন অপরিহার্য্য, তেমনি নির্বাচনের কিছু কিছু উপাদানের ব্যাপারে কমিশনকে অত্যন্ত কড়াকড়ি আরোপ করতে হবে।

নির্বাচনের আগে কমিশন প্রার্থীদের একটি ব্যায়ের সীমারেখা নির্ধারন করে দেয় কিন্তু এই আইন কখনো পালন করা হয় না। আর যেসব আইন রাজনৈতিক দল ও জনগন মেনে চলে না, তার একটি প্রতিকার প্রয়োজন। কথাগুলো বলছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

সোমবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা জাকের পার্টির দিন ব্যাপি সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির মহাসচিব এসব কথা বলেন। রাজবাড়ী জেলা জাকের পার্টির সাংগঠনিক পশ্চিমাঞ্চলের সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সম্পাদক মো. জিয়াউর রহমান, কেন্দ্রিয় জাকের পার্টির নেতা মুফতি কাওছার আহম্মেদ চৌধুরী, কৃষক ফ্রন্টের সম্পাদক মহিউদ্দিন ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়েদ মোল্লা, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন