• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৪

গোয়ালন্দে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তমিজদ্দিন মৃধার পাড়ায় আজ শুক্রবার সকালে আবাদি জমিতে ছেড়া তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আব্দুল মালেক মোল্লা (৩৫)। সে একই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। বাড়ির অদূরে রাস্তা থেকে আবাদি জমির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের বয়ে যাওয়া সঞ্চালন লাইনের দুটি তার একত্রিত হয়ে আগুন ধরে ছিড়ে জমিতে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন জানান, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড তমিজদ্দিন মৃধার পাড়া রাস্তা থেকে আবাদি কৃষি জমির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন বয়ে গেছে। আজ শুক্রবার ভোরের দিকে হঠাৎ লাইনের তারের ওপর পাখি বসলে দুটি তার একত্রিত হয়ে আগুন ধরে ছিড়ে মাটিতে পড়ে যায়। এ ঘটনার পরই স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ গোয়ালন্দ কার্যালয়কে সঞ্চালন লাইন দ্রুত বন্ধ করতে অনুরোধ করেন। সকাল সাতটার দিকে স্থানীয় যুবক মালেক মোল্লা ওই জমির ওপর দিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ৭নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গফুর খান সংবাদের সত্যতা স্বীকার করে জানান, ভোরের দিকে পল্লী বিদ্যুতের ওই তারের পর কয়েকটি পাখি বসে। এসময় দুটি তার একত্রিত হয়ে গেলে আগুন ধরে যায় এবং তার ছিড়ে মাটিতে পড়ে। দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় শাহাদত হোসেন নামের এক স্কুল শিক্ষক গোয়ালন্দ পল্লী বিদ্যুত অফিসকে অবগত করেন। সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের কয়েকজন দেখেন বাড়ি থেকে প্রায় ৬৫ থেকে ৭০ গজ দূরে মাঠের মধ্যে শারীরিক প্রতিবন্ধী যুবক আব্দুল মালেক মোল্লার মরদেহ তারে জড়িয়ে পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখেন তার বুকসহ শরীরের কয়েকস্থান ঝলছে গেছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে বিকেল সাড়ে চারটার দিকে লাশ পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অসর্তকতার কারনে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শারীরিক প্রতিবন্ধী যুবক মারা গেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে দাফনের অনুমোতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর