module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 6031; AI_Scene: (-1, -1); aec_lux: 346.71878; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান মনিম, রাজবাড়ীঃ “স্বাধীনতার ঘোষক তুমি জিয়াউর রহমান, সার্বেভৌমত্বকে রেখেছিলে তুমি এই দিনে বহমান-দেশকে ভালোবেসে দিয়েছো অকাতরে বিলিয়ে প্রান-কোটি জনতসট প্রানের স্পন্দন তুমি জিয়াউর রহমান” এই স্লোগানে রাজবাড়ীতে জিয়া সাইবার ফোর্সের আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন করা হয়।৭নভেম্বর দিবসটি উপলক্ষে
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনের সামনে থেকে একটি র্র্যালী বের করা হয়।র্র্যালিটি বড় বাজার প্রদক্ষিন শেষে ষ্টেশনের সামনে এসে শেষ হয়। র্র্যালী শেষে রেলওয়ে স্টেশনের সামনে জিয়াউর রহমানের বিভিন্ন ধরনের কমকান্ড সংবলিত প্রামান্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল। উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান সেনিয়া আক্তার স্মৃতি, অর্থ সম্পাদক আকবর খান, সদস্য আরিফুল ইসলাম,ফরহাদ হোসেন ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি রাজবাড়ী কাওসার মাহমুদ ও সেক্রেটারী মাহমুদ লিটন প্রমূখ।