মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেল ৪ টায় উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, দশম শ্রেনীর ছাত্রী ববিতা আক্তার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক কন্যা শিশু অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।