Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ চাঁদাবাজির অভিযোগে রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম এবং পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো সহ ১০ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত) আদালতে বাদি হয়ে মামলাটি করেন এবিএম নাজিমুদ্দিন আহম্মেদ ওহাব নামের এক ব্যবসায়ী। ব্যবসায়ী এবিএম নাজিমুদ্দিন আহম্মেদ ওহাব পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের শিহড় গ্রামের মৃত দলুর উদ্দিন আহম্মেদের ছেলে।

মামলার অপর আসামিরা হলেন, পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর ছেলে পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার তাসবির হাসান সিসিল (৩২), স্থানীয় আওয়ামীলীগ কর্মী মাসুদ উল আলম (৬৩), আকবর আলী প্রামাণিক (৬৪), জমির হোসেন জিকু (৩৮), ছানারুদ্দিন খান ওরফে ছানাই খাঁ (৫৫), মো. মতিয়ার রহমান (৩৪), মাহবুবুল আলম ওরফে মালেক খান (৪৪), ইদ্রিস মন্ডল (৪৪) সহ অজ্ঞাতনামা আরো ৪ জন। মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদি নাজিমুদ্দিন আহম্মেদ ওহাব উপজেলার সপ্তগ্রাম ঈদগাহ কমিটি ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে মামলার ১নং বা প্রধান আসামী জিল্লুল হাকিমের নির্দেশে ২ ও ৩ নং আসামি তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু মামলার বাদি ওই পদ থেকে সরে না যাওয়ায় ১নং আসামির নির্দেশে ২০২৩ সালের ৪ এপ্রিল মামলার ২ নং আসামী সহ অন্যান্য ৩-৪ জন আসামীর মাধ্যমে বাদীকে ডেকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাত দিনের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা না দিলে এবং ঈদগাহ ও গোরস্থান কমিটির পদ থেকে পদত্যাগ না করলে অপহরণ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।

এ সময় মামলার বাদি ওহাব চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা ফাঁকা গুলি করে হুমকি দিয়ে চলে যায়। চাঁদার টাকা না পাওয়ায় পরবর্তীতে মামলার অন্যান্য আসামীরা ২০২৩ সালের ২১ এপ্রিল ঈদগাহর প্যান্ডেল ভেঙে ফেলে। ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়তে বাঁধা দেয়। ওইদিন বাদী তার নিজ জীবন বাঁচাতে স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপত্তাজনিত কারণে ঢাকায় চলে যান।

মামলার বাদী এবিএম নাজিমুদ্দিন আহম্মেদ ওহাব সাংবাদিকদের বলেন, আমি মামলার আসামীদের ভয়ে জীবন বাঁচাতে ঢাকায় চলে যাই। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আমি এলাকায় ফিরে এসে সকলের সাথে আলোচনা করে আদালতে মামলাটি দায়ের করেছি।

মামলার বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আজ বুধবার প্রথম আলোকে বলেন, পাংশা আমলী আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী মাসের ধার্য্য তারিখের (২০ অক্টোবর) মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা