নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের সঙ্গে রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বৃষ্টিতে ভিজে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা ও পিটিয়ে হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করে।
পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার হিসেবে পদন্নোতি প্রাপ্ত মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ সহ জেলার পাঁচ উপজেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কতিপয় বিএনপির সাবেক নেতৃবৃন্দের বিরুদ্ধে জেলার ধাওয়াপাড়া বালু মহাল দখল, দৌলতদিয়া ঘাটের যৌনপল্লিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও দখলের অভিযোগ করেন। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ অপরাধ কর্মকা- করে থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কথা জানান। এছাড়া গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চন্দনী বাজার বাসষ্ট্যান্ডে আয়োজিত শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভায় অপর গ্রুপের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। হামলায় মোটরসাইকেল, চেয়ার, দোকান, মাইক ভাংচুর করাসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হওয়ার ঘটনা ঘটে।
পুুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নেতৃবৃন্দ বৃষ্টিতে ভিজেই গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা ও হামলার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করে। কয়েক হাজার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আজাদি ময়দানের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আসলাম মিয়া।
এসময় বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, ৫ আগষ্ট পরবর্তী রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে বিএনপির নাম ভাঙিয়ে সাবেক যেসব নেতৃবৃন্দ ভাঙচুর, দখলবাজি, চাঁদাবাজি করেছে। আপনারা (সাংবাদিক) এতদিন পরাধিন ছিলেন। এখন মুক্ত হস্তে স্বাধিনভাবে এসব ঘটনা তুলে ধরুন। আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাও লিখুন। সাংবাদিকরা হুমকির সম্মুখিন হলে জেলা বিএনপি আপনাদের পাশে থাকবে।