Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীর আদালতে সাবেক রেলপথ মন্ত্রী, পুত্র, ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সাবেক রেলপথমন্ত্রী ও সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে রোববার রাজবাড়ীর বিজ্ঞ বালিয়াকান্দি আমলী আদালতে মামলা হয়েছে। মামলায় মন্ত্রীপুত্র মিতুল হাকিম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু সামা মো. ইকবাল হায়াতের নাম রয়েছে।

মামলার বাদী রাজবাড়ীর মামলার বাদী জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারুয়া ইউয়িনের বিলধামু গ্রামের আঃ খালেকের ছেলে মো. তুহিনুর রহমান। অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে মামলাটি করা হয়। আজ বিকেলে বিজ্ঞ আদালত মামলটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য বালিয়াকান্দি থানার ওসিকে আদেশ দিয়েছেন আদালত।

মামলার অপর আসামীরা হলেন, বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী, মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের নাছির উদ্দিন ও নজরুল ইসলাম, পাটকিয়া গ্রামের মো. কালাম ও জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ অজ্ঞাত তিনজন।

তুহিনুর রহমান মামলায় বলেন, ২০১৪ সালের ১২ জানুয়ারী দুপুর ২টার দিকে সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের হুকুমে উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা বালিয়াকান্দি কলেজ মাঠের পিছনে রাস্তা থেকে মাইক্রোবাসে করে বুক ও মাথায় পিস্তুল, রিভল ও শুটারগান তাক করে তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ৪নম্বর আসামী নায়েব আলীর বসত বাড়ির একটি নির্জন কক্ষে আটকে রেখে তাকে নির্যাতন করতে থাকে। এসময় মামলার ২নম্বর আসামী বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু সামা মো. ইকবাল হায়াত তাকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে পায়ের তালুতে আঘাত করেন। এতে তার পা ফুলে রক্তাত্ব জমাট বাধে।

এছাড়া ৫নম্বর আসামী নাছির উদ্দিন বাদীর দুই হাতের তালুতে বেত্রাঘাত করে ফুলে রক্তাত্ব জখম করে থেতলে দেয়। আসামীরা তাঁর বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অন্যান্য আসামীদের সহযোগিতায় মাটিতে ফেলে বালিয়াকান্দি থানার ওসি বাদীর মেরুদন্ডে বুট দিয়ে আঘাত করে মেরুদন্ডে সি-৪ ও সি-৬ ডিস্ক ভেঙ্গে ফেলে। সারারাত ঘরে আটকে তাকে ইলেক্ট্রিক শক দেয়। ছেলেকে বাঁচাতে অনেক কষ্টে তার বাবা আসামীদের ৫ লাখ টাকা দেন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ওসি পরদিন একটি পুরাতন মামলায় আদালতে প্রেরণ করে।

বাদী তুহিনুর রহমান বলেন, জামিনে বের হয়ে তিনি ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতাল ও ভেলোরে চিকিৎসা গ্রহণ করে। দেশে ফিরে ইবনেসিনা হাসপাতালে অস্ত্রপচার করে কৃত্রিম ডিস্ক প্রতিস্থাপন করে। তার হাত ও পা মারাত্মক জখম হওয়ায় এখনো স্বাভাবিকভাবে চলাচল করতে পারেননা। তিনি আইনগত পদক্ষেপ নিতে গেলে আসামীরা ‘ক্রসফায়ারের’ হুমকি দেন। প্রাণনাশের ভয়ে পরিবারসহ সকলে দীর্ঘদিন পলাতক ছিলাম।

বাদীর আইনজীবী ও জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, তুহিনুর রহমান তাঁর নির্যাতনের বিষয়ে ১০জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৩জনকে আসামী করে বালিয়াকান্দির আমলী আদালতে মামলার আবেদন করে। বিজ্ঞ আদালতের বিচারক মৌসুমি সাহা মামলাটি বালিয়াকান্দি থানাকে গ্রহণ করতে নির্দেশ দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি