সাহিদা পারভীন, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সিয়াম শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কালুখালী উপজেলার গংগানন্দপুর গ্রামের হিরু মোল্লার ঘাট এলাকার পদ্মা নদীর কোলে এ দুর্ঘটনাট ঘটে। নিহত কিশোরের নাম সিয়াম শেখ। সে ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া এলাকার সহিদুল ইসলামের পুত্র।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিটকেলের দিকে লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ জানায়, বুধবার সকালে সিয়াম পদ্মা নদীর কোলে বর্ষার নতুন পানিতে গোসল করতে নামে। এ সময় তার বন্ধুরা নদীতে ফুটবল ফেলে দেয়। সিয়াম বলটি তুলতে গেলে নদীর গভীর পানিতে ডুবে যায়। এরপর তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে দুপুরের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদী থেকে সিয়ামের লাশটি উদ্ধার করে।
কালুখালী উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বাকিবিল্লাহ জানান, আমরা দুপুরের খাবার খেতে যাবো। এসময় হিরু মোল্লার ঘাট এলাকায় সিয়াম নামের এক যুবকের পদ্মা নদীর পানিতে ডুবে যাওয়ার সংবাদ পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে সন্ধান চালিয়ে পানিতে ডুবে লাশটি উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
স্থনীয়রা কয়েকজন জানান, সিয়াম শেখ দুইদিন আগে কালুখালীর কামিয়া গ্রামের ফুপা হারুন অর রশীদ এর বাসায় বেড়াতে আসে।