Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছন থেকে দ্রুতগামি অপর ট্রাকের ধাক্কা, দুই সহকারী নিহত

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জুলাই ২০২৪, ১০:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে দ্রুতগামি অপর এক ট্রাকের ধাক্কায় দুই গাড়ির দুই সহকারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে কালুখালী উপজেলার গড়িয়ানা কালিবাড়ি এলাকায়। ট্রাক দুটিই কুষ্টিয়া ও রাজশাহীর দিকে ফল আনতে যাচ্ছিল।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলু শেখ এর ছেলে মো. লিটন শেখ (৩৫)। অপরজন হলেন রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছার আলীর ছেলে আনিছুর রহমান (৩৫)। এরমধ্যে ঘটনাস্থলেই নিহত হন পিছন থেকে দ্রুতগতিতে এসে ধাক্কা দেওয়া ট্রাকটির সহকারী আনিছুর রহমান। অপর গাড়ির সহকারী মো. লিটনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় রোকজন জানান, আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি নামক এলাকায় একটি পণ্যবাহী ট্রাক কুষ্টিয়া ট-১১-১৫৩২ বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পণ্যবাহী ট্রাকটি ঢাকা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিকল হয়ে পড়ে। এসময় সহকারী আনিছুর রহমান মেরামত কাজ করছিলেন।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী আরেকটি দ্রুতগামি ট্রাক ঢাকা মেট্রো ড-১৪-১২৩০ পিছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাক দুমড়ে-মুচড়ের পাশের খাদে গিয়ে পড়ে। দুই গাড়ির চাপায় ঘটনাস্থলে মারা যান দাঁড়িয়ে থাকা ট্রকাটির সহকারী আনিছুর রহমান। দ্রুতগামির ট্রাকটির সহকারী লিটন শেখও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক দুটি কুষ্টিয়া ও রাজশাহীর দিকে ফল আনতে যাচ্ছিল। ঘটনাস্থলে নিহত সহকারী আনিছুর রহমানের লাশ বর্তমানে পাংশা হাইওয়ে থানায় রাখা হয়েছে। অপর সহকারী লিটনের লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে রাখা হয়েছে। লাশ দুটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি বর্তমানে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে বলে জানান হাইওয়ে থানার ওসি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি