নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সারাদেশে তীব্র তাপদাহের প্রভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মানুষও অতিষ্ঠ। প্রচন্ড গরম আর তীব্র তাপদাহ থেকে রক্ষা এবং বৃষ্টি কামনায় বুধবার দুই রাকাত ‘ইসতিসকার’ নামাজ আদায় করেছেন স্থানীয় মুসুল্লিরা। গোয়ালন্দ আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদরাসা মাঠে সকাল ১০টায় বিশেষ এ নামাজ আদায় করা হয়।
নামাজের ইমামতি করেন গোয়ালন্দ আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম। তার আগে সারা দেশের তীব্র তাপদাহের ওপর বিশেষ আলোকপাতা করেন আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদরাসার উপাধ্যক্ষ ও গোয়ালন্দ পৌর ইমাম সমিতির সভাপতি মুফতী মো. শামসুল হুদা ও পৌর ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী মো. আজম আহমাদ। বিশেষ এই নামাজ আদায়ে মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মুসুল্লি, আলেম ওয়ালা, গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, ইসতিসকার নামাজ সুন্নত নামাজ। এই নামাজ অনেক ঢাক ঢোল পিটিয়ে আয়োজন করতে হয় এমনটি নয়। যেসব স্থানে ঈদ গায়ের মাঠ আছে সেসব স্থানে এই নামাজ আদায় করা সবচেয়ে উত্তম। আমরা উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসার, ঈদগা মাঠে এই নামাজ আদায় করতে সকলকে অনুরোধ জানাচ্ছি। তীব্র তাপদাহ সম্পর্কে বলেন, আমরা ব্যবসায়ীরা সাধারণ মানুষকে নানাভাবে ওজন কম দিয়ে ঠকিয়ে থাকি। এছাড়া নানা ধরনের ব্যাভিচার, মিথ্যাচারা ও পাপাচারে লিপ্ত থাকায় গজব হিসেবে এ ধরনের তীব্র তাপদাহ হচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তীব্র খড়া থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ এই ইসতিসকার নামাজ আদায় করতে হয়।