ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলা একাডেমির আয়োজনে ১৮, ১৯ ও ২০ এপ্রিল তিন দিন ব্যাপি বাংলা উৎসব পালন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপরে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষন কক্ষে রাজবাড়ী একাডেমির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
তিন দিনের অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপি। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্ণর নাহফুজুর রহমান, আবৃত্তি শিল্পি মাহমুদা আখতার।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সমাজ সেবক ডা. এনএএম মোমেনুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ও সাবেক শিক্ষা অফিসার আজিজা খানম।
তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা আবৃত্তিকার লেখক জয়ন্ত চট্রোপাধ্যায়। শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবু কায়সার খান। আরো উপস্থিত থাকবেন রাজবাড়ী একাডেমির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মো. ইকবাল হোসেন প্রমূখ।
সংবাদ সম্মেলনে তিন দিন ব্যাপি বাংলা উৎসব অনুষ্ঠানে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করা হয়।এ উৎসবটি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। উৎসবটি ৯ম বারের মত পালিত হতে যাচ্ছে।
আয়োজকরা জানান, ধীরে ধীরে উৎসবটি সার্বজনীন একটি রুপ পাচ্ছে। বিশেষ করে আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে অনন্য সুযোগ এনে দিয়েছে উৎসবটি। এবার প্রথমবারের মত বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা হবে। এছাড়া দেয়াল পত্রিকা, অভিধান থেকে শব্দ বের করা, চিত্রাংকন প্রতিযোগীতা, তাৎক্ষণিক কুইজ, আবৃত্তি প্রতিযোগীতা। ১৮ এপ্রিল বিকাল তিনটায় বর্ণমিছিলের মাধ্যমে শুভ সূচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হবে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত থাকবেন। থাকবে গুনওজন সংবর্ধনা, আবৃত্তি, নিত্য ও পূথিপাঠ।