নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে উৎপাদন মুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ব্যাক্তিগত তহবিল থেকে কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের তাজিয়া ঘরের নির্মাণ কাজে অর্থ সহায়তা প্রদান করেছেন। গত শুক্রবার (২২ মার্চ) কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের তাজিয়া ঘরের নির্মাণ কাজে জুম্মা নামাজের পর মোস্তফা মুন্সী এক লক্ষ টাকা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ সময় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, সদস্য মো. শামচু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ. মো. শাহজাহান, মাওলানা লুৎফর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মোস্তফা মুন্সী বলেন, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শরীক হতে পারলে নিজেকে আত্মতৃপ্তি মনে হয়। এ কাজে শুধু দান নয়, সওয়াবেরও অংশীদার হওয়া যায়। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ভালো কাজের সাথেই থাকবো।
উল্লেখ্য, মোস্তফা মুন্সী’র পক্ষ থেকে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছেন।