নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের জনগনের অংশগ্রহণের মাধ্যমে মতামত প্রদানের লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ পৌরসভার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, মোয়াজ্জেম হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. সালাহ উদ্দিন মাহমুদ রেজা, সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প, পৌরসভার উন্নয়ন, নাগরিক সমস্যা এবং সমস্যা সমাধানের লক্ষে গৃহিত পদক্ষেপ গুলো বাস্তবায়ন করা সহ নানান দিক তাদের বক্তব্যে তুলে ধরেন।
সভায় পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, গোয়ালন্দ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় যে কোন সমস্যা সমাধানে তরিৎ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, পৌরসভার সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে আলোচনা করেন।