ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে পুলিশের উপস্থিতিতে মাইকিং করা হয়। মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন।থানা পুলিশের সাথে জেলার অতিরিক্ত পুলিশ টহল জোরদার করে। আতঙ্কিত মানুষজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এতে গোটা এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১০-১৫ জন অস্ত্রধারী ব্যক্তি পদ্মানদী তীরবর্তী দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকা হয়ে ছোটভাকলা ইউপির কাটাখালী বিএনপির বটতলা মোড় দিয়ে ভাইভাই বাজারে প্রবেশ করছে। খবর পেয়ে একদিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, অন্যদিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) নেতৃত্বে বিপুল সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ কাটাখালী এলাকা ঘিরে অভিযান শুরু করে। সশস্ত্র ব্যক্তিরা প্রবেশ করেছে, যে কোন ধরনের অপ্রিতিকর ঘটাতে পারে। এই আতঙ্কে কাটাখালী এলাকাসহ দুই ইউনিয়নের অন্তত ১০-১২টি মসজিদ থেকে এলাকার জনগণকে সচেতন করতে মাইকিং করে। রাত ১১ টা থেকে রাত আড়াইটা পর্যন্ত বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করা হয়।
ছোটভাকলা ইউপির স্বরুপারচক এলাকার মিরাজ মাহমুদ বলেন, মসজিদের মাইক থেকে রাত সাড়ে ১২টার দিকে এলাকায় ডাকাত প্রবেশ করার খবর প্রচার করা হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণ পর আশপাশের মসজিদের মাইক থেকেও একই ঘোষণা দেওয়া হয়।
নলডুবি এলাকার বাসিন্দা, ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় ‘এলাকাবাসী ঘুম থেকে উঠুন, এলাকায় সশস্ত্র ডাকাত প্রবেশ করেছে, সকলে সতর্ক থাকুন’। এতে মুহূর্তের মধ্যে এলাকায় হইচই পড়ে যায়। আমাদের এলাকায় এমন খবর তো প্রথমই শুনলাম।
এছাড়া ছোটভাকলার, মৌলভীবাজার, নলডুবি, কাটাখালী, ভাইভাই বাজার, কেউটিল, ভাগলপুর, বটতলা, মোহাম্মদ চেয়ারম্যান গ্রাম, পিশকার মোড়, পিয়ারআলী মোড়সহ বিভিন্ন মসজিদ থেকে এই ঘোষণা দেওয়া হয়। তবে এই ঘোষণা শুরু হয় কাটাখালী এলাকার বিএনপি বটতলা থেকে।
ছোটভাকলার ৮নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলম খান বলেন, রাত ১২টার দিকে থানার এক দারোগা ফোন করে এলাকায় সশস্ত্র ডাকাতদল প্রবেশের কথা জানায়। তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করেন। এরপর থেকে আতঙ্কে রাতে আর ঘুম হয়নি। পরে জানতে পারি অস্ত্রধারীরা সম্ভবত নিষিদ্ধ চরমপন্থী সর্বহারা গ্রুপ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১০-১৫ জন সশস্ত্র ব্যক্তি দেবগ্রামের কাওয়ালাজানী হয়ে কাটাখালী বিএনপির মোড় বটতলা দিয়ে ছোটভাকলার ভাইভাই বাজারে প্রবেশ করছে। খবর পেয়ে আমরা দ্রুত কাটাখালী এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানের নেতৃত্বেও বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন এলাকা ঘিরে অভিযান চালায়। বড় কোন অপ্রতিকর ঘটনা এড়াতে জনগণকে সচেতন করতে বিভিন্ন মসজিদ থেকে ঘোষনা দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা নিষিদ্ধ ঘোষিত অস্ত্রধারী চরমপন্থী সর্বহারা অথবা ডাকাতদল হবে। জনগনকে সাথে নিয়ে পুলিশ রাতভর অভিযান চালাতে সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যায়। তবে আতঙ্কিত হওয়ার কারন নেই বলে তিনি মনে করেন।