Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

চার ঘন্টার ব্যবধানে গোয়ালন্দে তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

রাজবাড়ী মেইল ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মাত্র চার ঘন্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক বাইসাইকেল আরোহী, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া গুরুতর আহত হন ৭ জন। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার আগে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রতিবাদ এবং মহাসড়কে স্পিডব্রেকারের (গতিরোধক) দাবীতে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ গতিরোধকের কাজ শুরু হলে বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে মহাসড়কের তিনটি স্থানে বিক্ষুদ্ধ কিছু লোক তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২ ফেব্রুয়ারী) গোয়ালন্দ রেলগেট এলাকার আজাদ মন্ডলের ছেলে রনি মন্ডল (৩০) স্ত্রী মোছা. শিল্পীকে (২৭) নিয়ে মোটরসাইকেল ঘুরতে বের হয়। বিকেল সোয়া ৫টার দিকে বেড়িবাধ সড়ক থেকে গোয়ালন্দের জমিদারব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পৌছে। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী এসডি পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে দুইজন পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যা সাতটার দিকে রনি মন্ডল মারা যান। তার স্ত্রী চিকিৎসাধীন আছেন।

এদিকে মোটরসাইকেলটি বাসের ইঞ্জিনের সাথে আটকে গেলে প্রায় ৫০০ গজ দূরে মোস্তফা মেটাল পর্যন্ত টেনে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে স্পিডব্রেকারের (গতিরোধক) দাবীতে মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। মহাসড়কের দুই পাশে ৪-৫ কিলোমিটার যানজট তৈরী হয়। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুকিত সরকার, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে আসেন। ৭টার দিকে সওজ’র লোকজন গতিরোধকের কাজ শুরু করলে অবরোধ তুলে নেয়। তবে কিছু বিক্ষুদ্ধ লোক মহাসড়কে থাকা এমএম পরিবহন, হানিফ পরিবহনসহ তিনটি যাত্রীবাহি বাসের সামনের কাঁচ ভাঙচুর করে।

এর প্রায় এক ঘন্টা আগে বিকেল ৪টার দিকে জমিদারব্রীজ এলাকায় একটি দ্রুতগামী পরিবহনের ধাক্কায় ভ্যান চালক রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকার কাসেম আলী (৬৫) তার স্ত্রী আমেনা বেগম (৪১) এবং মোছা. মোহনা (১৪) নামের তিনজন গুরুতর আহত হন। তাদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দুর্ঘটনার প্রায় আড়াই ঘন্টা আগে দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে জমিদারব্রীজ এলাকায় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী আকবর মল্লিক (৬০) ঘটনাস্থলে মারা যান। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন