Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দে বাস চাপায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে আকবর মল্লিক (৬০)। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সে দীর্ঘদিন ধরে গোয়ালন্দ বাজারে কাপর ব্যবসা করেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে জমিদার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবহনটিতে থাকা বাসযাত্রী জাকির হোসেন জানান, বাস চালক খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। অধিকাংশ সময় চালক এক হাত দিয়ে মুঠোফোনে কথা বলছেন, আর অন্য হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাকে আমরা বারংবার গাড়ির গতি কমাতে ও মোবাইলফোন রাখতে বললেও সে আমাদের কথার কোন কর্ণপাত করেননি। পথিমধ্যে গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় আসলে বিকট শব্দ শুনতে পাই। চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে দৌলতদিয়া ঘাটের দিকে ছুটলে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র পুলিশ গাড়িটির গতিরোধ করে আটক করে। তখন চালক ও হেলপার দুজনই গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনা স্থলের দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী জবেদা বেগম নামের এক গৃহিনী জানান, আমি অটোরিকশার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি ওই ব্যবসায়ী গোয়ালন্দ থেকে মহাসড়কের এক পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে আসছে। এমন সময় উল্টো দিক থেকে হঠাৎ করে একটি বাস তাকে দ্রুত গতিতে ধাক্কা দেয়। সে তখনই ছিটকে বাইসাইকেল নিয়ে মহাসড়কের ওপর পড়ে যায়। তখন আমি সহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. রোকন উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে হাসপাতালে মৃত অবস্থা পেয়েছি।

এ বিষয়ে রাজবাড়ী আলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, আমরা গোল্ডেন লাইনের পরিবহন (কুষ্টিয়া ব-১১-০০৪৮) আটক করেছি। তবে চালক ও সহকারী দু’জনই পালিয়ে গেছেন। মরদেহটি ময়না তদন্ত শেষে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি