Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দে ব্রীজের রেলিংয়ের ওপর ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলো চালক ও সহকারী

রাজবাড়ী মেইল ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৭ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেইটের পাশে থাকা ব্রিজের রেলিং এর মাঝ বরাবর জুটবাহী একটি ট্রাক ঝিনাইদহ-ট (১১-১১৫৫) ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত পৌনে দুইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক রেজাউল করিম (৩৮) ও সহকারী আবু সালেহ (২৫) গুরুতর আহত হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালক রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর  সাভারের জামগড়া থেকে জুটবোঝাই করে ভালোভাবেই ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করেন। রাত পৌনে দুইটার দিকে গোয়ালন্দের রেলগেটে পৌছানো মাত্রই হঠাৎ পেছনে একটি বড় কাভার্ডভ্যান আমার ট্রাকে সজোড়ে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ব্রিজের রেলিং এর সাথে লাগিয়ে দিই। এ সময় আমার গাড়ির ষ্ট্রিয়ারিংয়ে বুকে চাপ লাগে এবং পা আটকে যায়। এ সময় আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তিনি আরও বলেন, ব্রিজের রেলিংয়ে না আটকালে আমি ট্রাক সহ পাশে থাকা বড় একটি গর্তে পড়ে যেতাম। অল্পের জন্য আমাদের আল্লাহ রক্ষা করেছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ট্রাকের মালিক বিকাশ বলেন, আমি রাত ২টার দিকে খবর পেয়ে ভোরেই ঝিনাইদহ থেকে রওনা দিয়ে ঘটনাস্থলে আসি। পরে জানতে পাই পেছনে থেকে বড় একটি কভার্ডভ্যান আমার ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে ড্রাইভার ব্রেকে কন্ট্রোল না করতে পেরে ব্রিজের রেলিং এর সাথে লাগিয়ে দেয়। ড্রাইভার ও হেলভার গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আমার তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ট্রাকটি টেনে তুলে জুট অন্য গাড়িতে পাঠিয়ে দিবো।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সেবিকা (নার্স) সাথী আক্তার বলেন, ওই ট্রাকচালক ও সহকারীর বুকে এবং শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, আমরা খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে আসি। এতে কোন নিহতের খবর নেই। চালক ও সহযোগী আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ট্রাকটি উদ্ধার করে মালিক পক্ষকের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ