• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২৪

দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত ৫’শ নারীর মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর হলরুমে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০০’শ সুবিধাবঞ্চিত নারীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, পোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আপনারা যারা পূর্বপাড়া থাকেন তারাও আমাদের মতো বাংলাদেশের একজন নাগরিক৷ সরকার যেভাবে সবাইকে সুযোগ সুবিধা দিচ্ছে আপনারাও সেই সকল সুযোগ সুবিধা পাবেন। আমরা মাঝে মাঝে এখানে আসি, আপনারা সব সময় ভাববেন আমরা আপনাদের সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার আপনাদের সাথে সব সময় আছে। আপনাদের যেকোন পরামর্শে আমাদের সাথে যোগাযোগ রাখবেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর