Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৫ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনাঃ ‘গায়ে হলুদ শেষে বড় ভাইকে আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের’

রাজবাড়ী মেইল ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের মোকছেদ সরদারের ছেলে বড় মনিরুল ইসলাম (৩২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম সুমন (২৭)।

বড় ভাই মনিরুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকুরী করেন। ছোট ভাই সাইফুল ইসলাম সুমন রাজবাড়ী সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রজেক্টে কর্মরত আছেন। এ ঘটনায় গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে, তবে চালক পলাতক আছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বড় ভাই মনিরুল ইসলামকে আনতে দৌলতদিয়া ঘাটে যায়। ফেরার সময় মনিরুল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের নবুওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি মাটির ট্রাক ডান দিকে সংযোগ সড়কে নামতে গেলে সংঘর্ষে ঘটনাস্থলেই মনিরুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত সাইফুলকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুল এবং দ্বিতীয় ভাই শামীউলের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল বুধবার। আজ শামীউলের এবং শুক্রবার সাইফুলের বরযাত্রা যাওয়ার কথা। শনিবার ৩ ফেব্রুয়ারী) তাদের বৌভাত অনুষ্ঠান।

বৃহস্পতিবার সকালে বাড়িতে দেখা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানের ষ্টেজ পড়ে আছে। প্যান্ডেল, লাইটিং করা হয়েছে। উঠানে পাশাপাশি দুই খাটে রাখা হয়েছে দুই ভাইয়ের লাশ। স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে। উঠানে বাবা মোকছেদ সরদার এবং তার স্ত্রী নিঃস্তব্ধ হয়ে পড়ে আছে।

শামীউল ইসলাম বলেন, পারিবারিকভাবে তার এবং ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়। আজ তার এবং আগামীকাল শুক্রবার সাইফুলের বিয়ের বরযাত্রা ছিল। শনিবার দুই ভাইয়ের বৌভাত অনুষ্ঠান হওয়ার কথা। বুধবার রাতে দুই ভাইয়ের একত্রে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাত ১১টার দিকে বড় ভাইকে আনতে দৌলতদিয়া ঘাটে যায় সাইফুল। ফেরার সময় পথিমধ্যে নবুওসিমদ্দিন পাড়ায় মাটিবাহি ট্রাকের সাথে সংঘর্ষে সব শেষ হয়ে যায়। বাড়িভর্তি আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজনও এসেছেন।

প্রতিবেশী রাচ্চু শেখ বলেন, দুই ভাইয়ের বিয়ে বলে সবাই আনন্দে ছিল। একত্রে দুই ভাইয়ের মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছিনা। আজ যাদের বিয়ের সাজে থাকার কথা, সেখানে তাদেরকে চির বিদায় দেওয়া হচ্ছে।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক এম আল মামুদ বলেন, খবর পেয়ে বুধবার রাতেই দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল এবং মাটির ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন