ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ব্যাতিক্রমি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে বিদায় জানানো হল রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক’কে। মঙ্গলবার (৯ জানুয়ারী) বিকাল ৩টা, রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রাইভেটকার শিক্ষক, শিক্ষার্থীরা নানা ধরনের গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ সাজিয়ে অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩০ বছরের শিক্ষকতা জীবনের শেষে অবসর জনিত বিদায় সংবর্ধনা জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।এতে অভিভূত হয়েছেন ওই শিক্ষক।
শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনে ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।শত শত শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। ন্যায় নিষ্ঠার সাথে সবসময় চলার চেষ্টা করেছেন। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দান করে মানুষের মত মানুষ করার কারিগর হয়েছেন। শিক্ষকতা পেশা’র শেষ সময়ে তাকে আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা জানিয়েছে স্কুল কতৃপক্ষ। স্কুল কতৃপক্ষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধায় নিবেদনের মাধ্যমে গাড়িকে নানা ফুলে সাজিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।বাস্তবে এমন বিদায় খুব একটা দেখা না গেলেও ছোট একটি বিদ্যালয়ের মহতি এমন আয়োজনে সংবর্ধনা দেওয়া সত্যিই মনে রাখার মত।
প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষকরাই কোমলমতি শিক্ষার্থীদের কুড়ি থেকে ফুল ফোটায়। তাদের অক্লান্ত পরিশ্রমেই শিক্ষার্থীরা পড়াশোনার প্রাথমিক পর্ব অতিক্রম করে। অথচ আমরা এই সব শিক্ষকদের অবদান ভুলে যাই। যে কারণে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগের মধ্যে ছিলো ব্যান্ড বাজিয়ে ফুলছিটিয়ে অতিথিসহ বিদায়ী প্রধান শিক্ষকের মঞ্চে আগমন, আগমনী নৃত্য পরিবেশন, বিদায়ী আলোচনা, উপহার প্রদান, সমবেত সেলুট প্রদান এবং প্রধান শিক্ষককে ফুল দিয়ে সাজানো গাড়ীতে তুলে দু’পাশে শিক্ষার্থী দাঁড়িয়ে ফুল ছিটিয়ে বিদায় প্রদান।
বিদায়ী প্রধান শিক্ষক মো. রেজাউল হক বলেন, এ বিদ্যালয়ে এসে তিনি ব্যাতিক্রমি কিছু কাজ করতে পেরেছেন স্কুল কমিটির সহযোগীতায়।বিদ্যালয়ের পক্ষ থেকে যে আয়োজনের মধ্য দিয়ে আমাকে বিদায় দেয়া হলো এতে আমি অনেক উৎসাহি ও আনন্দিত, আমার জন্য অনেক গর্বের। আমি আশাকরি এমন অনুষ্ঠানের মধ্যদিয়ে সকল শিক্ষকদের সম্মানিত করা হয় তাহলে শিক্ষকরা সম্মানিত হবে ও অন্যদের কাছেও অনুকরনীয় হয়ে থাকবে। আজ যে সম্মান আমাকে দেওয়া হল তা বাকীটা জীবন আনন্দ দেবে। তিনি সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজবাড়ী শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বলেন, জীবনের দীর্ঘ সময় ধরে যে মানুষটি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা দান করেছে এই মানুষটিকে সুন্দর, ব্যাতিক্রমি ও সম্মানের মধ্য দিয়ে যেন তাকে বিদায় দিতে পারি সেই প্রচেস্টার মাধ্যমে গাড়ি সাজিয়ে তাকে স্কুলের সবার উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনার আয়োজন করে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন, ব্যাপারটা সত্যিই ব্যতিক্রমী। একজন প্রধান শিক্ষককের বিদায় অনুষ্ঠান এতোটা সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে হয়, তা তিনি প্রথম দেখলেন। তিনি আশা করেন, প্রতিটি শিক্ষককের ক্ষেত্রে এমন সম্মান দেখাবেন স্ব স্ব প্রতিষ্ঠান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সহকারী শিক্ষা অফিসার নাসরিন নাহার, বিদায়ী শিক্ষকের সহধর্মীনি মমতাজ বেগম, সাবেক প্রধান শিক্ষক শাজাহান গাজী, বিমল সন্যাসীসহ অন্যান্যরা।