Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীর দুই আসনে জামানত হারালেন ৮ প্রার্থী

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ জানুয়ারি ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান মনিম ও মইনুল হকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুই আসনের ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দি‌কে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন। তি‌নি জানান, ভোট কা‌স্টিং‌য়ের ৮ ভা‌গের ১ ভাগ ভোট না পে‌লে ওই প্রার্থীর জামানত হারান। সে হিসা‌বে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ দুইটি সংসদীয় আসনে ৮ প্রার্থীই জামানত হা‌রি‌য়েছে।

জানা গেছে, রাজবাড়ী-১ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলী নৌকা প্রতীকে ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সদ্য পদত্যাগকৃত রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক বিশ্বাস ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট।

এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী এ্যাড.হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী ডিএম মজিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী স্বপন সরকার(ঈগল) প্রতীকে পেয়েছেন ৪৮৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আঃ মান্নান মুসল্লী(ঢেঁকি) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৫২ ভোট। প্রদত্ত মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত বাজেয়াপ্তরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল), তৃনমুল বিএনপির প্রার্থী ডিএম মজিবুর রহমান(সোনালী আঁশ),স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মুসল্লী(ঢেঁকি)স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার(ঈগল)।

অপরদিকে রাজবাড়ী-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম নৌকা প্রতীকে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (ঈগল) প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান(লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৩৪ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) মনোনীত প্রার্থী মো.আব্দুল মতিন মিয়া(মশাল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬০২ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক(সোনালী আঁশ) প্রতীকে পেয়েছেন ৭৬৫ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক মন্ডল(ছড়ি) প্রতীকে পেয়েছেন ৮৪৭ ভোট।

এই আসনের মোট প্রদত্ত ভোটের সংখ্যা (২৮৫০৯৮) আট ভাগের এক ভাগ (৩৬৪০৫) না পাওয়ায় তাদের ৬ জনেরই জামানতই বাজেয়াপ্ত হয়।

জামানত বাজেয়াপ্তরা হলেন জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান(লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) মনোনীত প্রার্থী মো.আব্দুল মতিন মিয়া(মশাল), তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক(সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক মন্ডল(ছড়ি)।

জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম জানান, কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে রাজবাড়ী-১ আসনের ৪ প্রার্থী ও রাজবাড়ী-২ আসনের ৪ প্রার্থীসহ মোট ৮ প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের সময় ইসির নির্ধারিত ২০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছিল। সেই হিসেবে, রাজবাড়ী-১ আসনের ৪ জন এবং রাজবাড়ী-২ আসনের ৪ জনসহ জামানত বাজেয়াপ্ত হওয়া ৮ জন প্রার্থীর কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ল।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি