নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও জেলা কমিটির যুগ্ম-প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ সংসদীয় আসন গঠিত। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
দলীয় কার্যালয়ে জরুরী সভায় দলের নেতাকর্মীদের নিয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত ২৬ ডিসেম্বর হলেও আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার (১ জানুয়ারী) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। দলের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। নেতাকর্মীদের নিয়ে হাবিবুর রহমান বাচ্চু নিয়মিত প্রচারণা চালালেও গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবুল ও জেলা কমিটির যুগ্ম-প্রচার সম্পাদক মনির হোসেনকে পাওয়া যাচ্ছেনা। বরং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ট্রাক প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের পক্ষে তারা প্রচারণায় অংশ নিচ্ছেন। যা সম্পূর্ণভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অন্যতম কারন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ২৬ ডিসেম্বর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক, দৌলতদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনকে দলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতির জন্য কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
অব্যাহতি পাওয়া জাতীয় পার্টির নেতা মো. মনির হোসেন বলেন, দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের খবর জানা নেই। সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস কর্মী সমর্থকদের নিয়ে দৌলতদিয়ায় আমার গ্রামে ভোট চাইতে এসেছিলেন। সেখানে স্থানীয় কয়েকজনের অনুরোধে কিছু সময়ের জন্য সাথে ছিলাম। এর মানে এই নয় যে, দলীয় প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের প্রচারণা চালাচ্ছিল। আমি মনে করি গঠনতন্ত্র বহির্ভুতভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদে শীঘ্রই সংবাদ সম্মেলন করবো।
গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপিত মো. হামিদুল হক বাবলু বলেন, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস আমার আপন ছোট বোনের দেবর। ঘনিষ্ট আত্মীয় হওয়ার কারনে তাদের একটু সময় দিতে হয়েছে। ১৯৮৩ সাল থেকে জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত। দল থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্তের খবর জানা নেই বা এখন পর্যন্ত দলীয়ভাবে আমাকে অবগত করেনি। যদি এমন হয়ে থাকে তাহলে আমি অনেকটা ভারমুক্ত হলাম। তবে দলের এমন সিদ্ধান্ত আমাকে ব্যাথিত করেছে।