ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলা মিলে রাজবাড়ী-১ সংসদীয় আসন। এ আসনের মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপিসহ ৬ন প্রার্থী। তাঁরা প্রত্যেকে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত মাঠ ঘাট, প্রত্যন্ত গ্রামাঞ্চল চষে বেড়াচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ও দেবগ্রামের প্রত্যন্ত এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলীর গণসংযোগ, পথ সভা ও মিছিল করেছেন। স্বতন্ত্র প্রার্থীও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।
বৃহস্পতিবার দুপুরে কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে ভোটারদের সাথে গনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি কয়েক’শ নেতা কর্মী সহ মিছিলে অংশ নেন। মিছিলের পরে স্কুল মাঠে পথ সভা করেন ভোটারদের সাথে।
সভায় আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা বলে বক্তব্য দেন নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলী। তিনি প্রতিক পেয়ে প্রত্যেকটি এলাকা চষে বেড়াচ্ছেন। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভোট ভিক্ষা চাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবার সুষ্ঠুভোট হবে, ভোট কেন্দ্রে যাতে ভোটারদের ব্যাপক উপস্থিতি হয় সেদিকে আমাদের চেষ্টা থাকবে বলে জানান। তবে স্বাধীনতার প্রতিক, মাওলানা ভাসানীর প্রতিক- নৌকা তাই। এই নৌকার প্রতি মানুষের একটা দূর্বলতা আছে, উন্নয়নের প্রতিক হিসেবে মানুষ নৌকাকে বেছে নিবে বলে মনে করেন। সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশ ও জনগনের পাশে থাকার অনুরোধ জানান।
এদিকে শক্ত অবস্থানে থাকা স্বতন্ত্র ও ট্রাক প্রতিকের প্রার্থী এ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন, ৭ জানুয়ারী তারিখের নির্বাচন সুষ্ঠু হবে। তিনি অনুরোধ জানান নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি যেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও জনগনের আস্থা অর্জন যেন করতে পারে সে লক্ষে কাজ করবে। নৌকা প্রতিকের প্রার্থী তার প্রচার প্রচারনায় বাঁধা দেওয়ার কথা প্রশাসনকে জানানোর পর ব্যবস্থা নিয়েছে। তবে তিনি দাবী করেন এ নির্বাচনে জনগন তাকে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত করবে।
রাজবাড়ী-১ আসেনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৪ হাজার ১৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪ হাজার ২৬০ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৯২০ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৪৯৯ জন।