নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী ডি.এম. মজিবর রহমান গণসংযোগ করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে তিনি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং কোলাকুলি করে দোয়া প্রার্থনা করেন।
এ সময় ডি. এম মজিবর রহমান গণসংযোগ কালে সাংবাদিকদের বলেন, নির্বাচনে আমি ভোটারদের প্রচুর সাড়া পাচ্ছি। আমার আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে প্রত্যাশা নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। আমি সকলের সহযোগিতা কামনা করছি। এখন পর্যন্ত তেমন কোন সমস্যা সৃষ্টি না হলেও ভোটাররা কৌশলগত কারনে কিছুটা চুপ রয়েছে। তবে ভোটের দিন তারা ঠিকই জবাব দিবেন বলে আমার বিশ্বাস।