নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ভেটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন ও জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষ শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল পাঁচুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. মোবারক হোসেনের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি উপস্থিত সাধারন মানুষ ও ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চান। আগামী ৭ জানুয়ারী তারিখে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটটি দেওয়ার অনুরোধ জানান।
এ সময় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন। তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারক ক্ষমতায় আনবেন আপনারা বলেন তিনি। উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোবারক হোসেন প্রমূখ।