নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী-১ আসনের (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বুধবার দুপুরে গোয়ালন্দে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জাতীয় পার্টির প্রতিক লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটররা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ভোটারদের কেন্দ্রে আসার সুযোগ থাকলে সকলে লাঙ্গল মার্কায় ভোট দিবে বলে আশাবাদ প্রকাশ করেন।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির মনোনিত প্রার্থী, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, জাতীয় পার্টির মধ্যে কোন বিভেদ নেই। আমি ৪১ বছর ধরে জাতীয় পার্টি করি। আমরা দুইজন পার্টির মনোনয়ন চেয়েছিলাম। সেখানে আমাকে মনোনয়ন দিয়েছে। এখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বুঝতে পেরেছেন, রাজবাড়ী-১ আসনের ভোটররা বার বার একই ব্যক্তিকে (কাজী কেরামত আলী) ক্ষমতায় দেখতে চাননা। কারন ভোটাররা আগে ভোট দিতে পারেন নাই। যদি শতভাগ নিরপেক্ষ নির্বাচন হয় এবং ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হবেন।
তিনি বলেন, নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগের কাজী কেরামত আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চার বার নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, তিনিও আওয়ামী লীগ করেন। তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডিএম মজিবুর রহমান। তৃণমূল বিএনপি আওয়ামী লীগের একটি অংশ। তাহলে তাঁরা তিনজন আওয়ামী লীগের এবং একমাত্র আমি জাতীয় পার্টির। শুধুমাত্র জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আ.লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগে নির্বাচনের আগের রাতে ভোটারদের ভয় দেখানো হতে ভোট কেন্দ্রে না যেতে। এ বছর আশা করি সে ধরনের সমস্যা হবেনা। তবে এখন পর্যন্ত তিনি কোন প্রকার বাধার মুখে পড়েননি। আশা করছেন শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে।
হাবিবুর রহমান বাচ্চু বলেন, পল্লিবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ রাজবাড়ী মহকুমাকে জেলায় রুপান্তরিত করেন। আমি গ্রামগঞ্জে যখনই যাচ্ছি, সাধারণ ভোটাররা একই কথা বলছেন, আমরা বার বার একজনকেই এমপি বা উপজেলা চেয়ারম্যান দেখতে চাইনা। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে শিল্প প্রতিষ্ঠান গড়া। এতে বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলে সমস্যা থাকবেনা। উপজেলা পরিষদ হুসাইন মুহাম্মদ এরশাদের তৈরী। তিনি যদি জীবিত থাকতেন তাহলে প্রাদেশিক সরকার গঠন করতেন। তাঁর শেষ ইচ্ছা ছিল জাতীয় পার্টি ক্ষমতায় এলে অঞ্চল ভাগ করে উন্নয়ন করা।
আমি একজন মানবিক আইনজীবি হিসেবে পরিচিত। অনেকে আমার কাছে আইনী সেবা নিতে আসেন। কারো ২০০ টাকা আছে আমি তাই নিয়েই কাজ করে দেই। আবার কারো কাছে টাকা নেই আমি একজন প্যানেল ‘ল’ ইয়ার হিসেবে লিগ্যাল এইডের মাধ্যমে তার সম্পূর্ণ সেবা দিয়ে যাচ্ছি। শুধু তাকে মাত্র উপজেলা বা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যায়নপত্র আনতে হবে।
তিনি বলেন, সাধারণ ভোটারদের কথা আমরা ১৫ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা যদি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারি তাহলে আশা করি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমরা বিজয়ী হবে। এক্ষেত্রে নৌকার প্রার্থীর সাথেই তাঁর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন।
মতবিনিময় শেষে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু নেতাকর্মীদের নিয়ে গোয়ালন্দ বাজারে গণসংযোগ করেন। এসময় তাঁর সাথে ছিলেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান খান মমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, রাজবাড়ী সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবু রতন সরকার, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সম্পাদক লিয়াকত হোসেন।