Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসনে ১১ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল এগারটায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন।

রাজবাড়ী -১ ও ২ আসনের আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী, স্বতন্ত্র, তৃনমূল বিএনপি, জাসদ  ও সাংস্কৃতিক মুক্তি জোট সহ মোট ১১ জন প্রার্থী তাদের প্রতিক বরাদ্দ পেয়েছেন। রাজবাড়ী-১ (রাজবাড়ী মদর ও গোয়ালন্দ) আসনের আওয়ামীলীগ মনোনীত  প্রার্থী কাজী কেরামত আলী (নৌকা প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল প্রতিক), স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক প্রতিক), তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী ডিএম মজিবর রহমান (সোনালী আঁশ) এবং স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল প্রতিক) পেয়েছেন।

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকন্দি-কালুখালী) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম (নৌকা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক (ঈগল প্রতিক), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিউল আজম খান (লাঙ্গল প্রতিক), জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মতিন মিয়া (মশাল প্রতিক), সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল (ছড়ি প্রতিক), তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফজলুল হক (সোনালী আঁশ) প্রতিক পেয়েছেন। প্রতিক বরাদ্দের পর আজ থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালাতে পারবেন।

তবে প্রার্থীরা এসময় একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রত্যেক প্রার্থীদের ক্ষেত্রে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের সমান দৃষ্টি কামনা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুকায়সার খান বলেন, আজ প্রতিক বারাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালাতে পারবেন। তবে তাঁদেরকে আচরণ বিধি মেনে ভোট চাইতে হবে ভোটারদের কাছে। পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডে কোন দরনের কালার বা রঙ্গিন করা যাবে না, এক প্রার্থীর পোস্টারের অন্য প্রার্থীর পোস্টার সাটানো যাবে না, দেয়ালে, পিলারে গাছসহ দন্ডায়মান কিছুতে পোস্টার লাগানো যাবে না, একটি ইউনিয়নে একটি প্রচারনা ক্যাম্প ও পৌরসভায় একটি ওয়ার্ডে একটি করে প্রচারনা ক্যাম্পের বেশি ক্যাম্প করা যাবে না।একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রার্থী ও ভোটারদের সহযোগীতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে শুরু করে নির্বাচনী প্রচার-প্রচারণা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছর ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি