নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০) ও একই এলাকার রাজ্জাক ফকিরের ছেলে রিমন (২২)।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে গালিব ও রিমন দুজনে মোটরসাইকেল যোগে মাছপাড়ার দিকে যাচ্ছিলেন। তারা চাঁদপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী অভিমুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে মোটরসাইকেলে থাকা দুজনই চাকায় পিষ্ট হন। স্থানীয় দ্রুত এসে দেখতে পান ঘটনাস্থলে রিমনের মৃত্যু হয়েছে এবং গালিব কে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহযোগী কৌশলে পালিয়ে গেছে। দুই জনের মরদেহ হস্তান্তরের ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।