Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দের উজানচরে নৌকা চলাচলের জন্য চ্যানেল তৈরির কাজের উদ্বোধন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৬-৮ হাজার মানুষের নৌকা দিয়ে নদী পারাপারের জন্য ৩০-৩৫টি ড্রাম ও বাঁশের তৈরি সরু চ্যানেলের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি ও জৈইনদ্দিনের মোড় এলাকায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও দুই লক্ষ টাকা ব্যায়ে এ চ্যানেলের কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

স্থানীয়রা জানান, উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি ও জৈইনদ্দিনের মোড়ের মাঝামাঝি মরা পদ্মা নদীর একটি শাখা রয়েছে। নদী পারাপারের জন্য কয়েকটি খেয়া নৌকা রয়েছে। বর্ষাকালে নৌকা চলাচল করলেও বর্ষা শেষে কচুরিপানা জমে থাকার কারনে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে নৌকাগুলো স্বাভাবিকভাবে চলাচলের জন্য প্রায় ২৫০টি বাঁশ ও ড্রামের মাধ্যমে একটি চ্যানেল তৈরি করা হচ্ছে।

স্থানীয়রা জানান, এ ঘাট দিয়ে প্রতিদিন ফরিদপুরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। এতে কৃষিপণ্য ও নানা ধরনের মালামাল নিয়ে পার হতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হতো। এছাড়া শিশু এবং শিক্ষার্থীরা পারাপারে অসুবিধার সম্মুখীন হতেন। এতে অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হয় সবার। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি সেতু নির্মাণের। কিন্তু বছরের পর বছর চলে গেলেও সেই দাবি পূরণ হয়নি প্রায় ১৫ গ্রামের মানুষের। অবশেষে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর উদ্যোগে ও গ্রামবাসীরা মিলে এ চ্যানেল তৈরির সিদ্ধান্ত নেন।

স্কুলছাত্রী শারমিন আক্তার বলেন, আমাদের অনেক ভোগান্তি নিয়ে স্কুলে যেতে হয়। বর্ষাকালে নৌকা ছাড়া নদী পার হওয়ায় কোন বাহন নেই। আবার বর্ষা শেষে কচুরিপানার জন্য নৌকাও চলাচল করেনা। আমাদের ৫-৭ কিলোমিটার ঘরে স্কুলে যেতে হয়। এখানে একটি ব্রিজ হলে অনেক সুবিধা হয়।

স্থানীয় জিন্দার আলী বলেন, এখানে একটি ব্রিজ হলে ১৫ গ্রামের মানুষের দুংখ, দূর্দশা শেষ হবে। বর্ষাকালে নৌকায় এলাকার মানুষ পারাপার হলেও বর্ষা শেষে কচুরিপানার জন্য নৌকা চলাচল করতে পারেনা। আমরা এলাকাবাসীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর নিকট গেলে তিনি নৌকা চলাচলের জন্য একটি ড্রামের তৈরি চ্যানেল তৈরি করে দেবার আশ্বাস দেন। আজ সেই কাজ বাস্তবায়ন করলেন। আমরা এলাকাবাসী মোস্তফা মুন্সীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী জানান, এ অঞ্চলে স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক রয়েছে। নানা প্রয়োজনে মানুষকে নদী পার হতে হয়। বহু আবেদন-নিবেদন করার পরও কোনো সেতু নির্মাণ না হওয়ায় আপাতত কচুরিপানা ঠেকাতে ড্রাম ও বাঁশ দিয়ে একটি চ্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছি। যেন মানুষের যাতায়াতের জন্য নৌকাগুলো চলাচল করতে পারে। তিনি আরও বলেন, আমরা ব্রিজের বিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষকে জানিয়েছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি