নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কমিশন তফশীল ঘোষনা করায় বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মুসল্লী ও তার কর্মীবৃন্দ আনন্দ শোভা যাত্রা করেছে।
বুধবার রাত সাড়ে সাতটার দিকে নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনার পর এ শোভা যাত্রা বের করেন তিনি। শোভা যাত্রাটি শহরের ১নং রেল গেট এলাকার স্বাধীনতা স্তম্ভ থেকে শুরু করে বাজার এলাকা প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে শেষ করা হয়।
এ সময় সংসদ সদস্য প্রার্থী ও মূলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশ্ব জাকের মঞ্জিলের জেলা খাদেম আব্দুল মান্নান মুসল্লী বলেন, রাজবাড়ী সাধারন মানুষের কথা চিন্তা করে তিনি সংসদ সদস্য প্রার্থী হবেন। জনগন যাতে তাদের সুখ দুখের কথা তার কাছে বলতে পারেন, তাদের পাশে সার্বক্ষনিক থাকতে পারেন এ কারনেই তিনি প্রার্থী হবেন। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন যেন করা হয়,সকল রাজনৈতিক দল যেন নির্বাচনে অংশ নিতে পারে তার জন্য সকল ব্যবস্থা গ্রহন করতে নির্বাচন কমিশনকে বলেন। এবার যেন দিনের ভোট আর আর রাতে না করা হয়, সেদিকে সকল মানুষকে সজাগ থাকতে বলেন। তিনি বলে জয়ী হতে পারলে অসহায় মানুষদের চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় সব ধরনের সহযোগীতা, দৌলতদিয়া-পাটুরিয়া সেতুসহ উন্নয়ন কর্মকান্ড করার প্রতিশ্রুতি দেন তিনি।