মতবিনিময় সভায় চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকবর আলী মর্জি, হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান আজমালী মন্ডল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহীনুর, সাবেক জেলা পরিষদ সদস্য মো. আলাউূ্দিন সেখ, সাবেক সভাপতি মো. আকরাম হোসেন। সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি মো. আকরাম হোসেন প্রমূখ।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, চন্দনী ইউনিয়নে রাস্তা ঘাটের উন্নয়ন করা হয়েছে। অসহায়দের ভাতা দিয়ে সহযোগীতা করা হয়েছে। আর আপনারা যারা উপকারভোগী আছেন তাদের ভাতা আগামীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার দ্বিগুন করবে। বয়স্ক ভাতা, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা যদি আপনারা পেতে চান তাহলে আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে হবে। শেখ হাসিনার সাথে আপনারা কেউ বেঈমানি করবেন না।দেশের উন্নয়ন, রেলের উন্নয়ন, রাস্তা ঘাট, এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন ধরনের উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে আপনারা ভোট দিবেন।