Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. লাইফস্টাইল

মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত রাখতে রাজবাড়ীতে সাইকেল র‍্যালী

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ “এসো বন্ধু সাইক্লিং করি মাদকমুক্ত দেশ গড়ি” এই স্লোগানে রাজবাড়ীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী বিশাল এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা পুলিশ এবং সাইকেল লাভার রাজবাড়ী গ্রুপের আয়োজনে ও প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় এ সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের ১ নং রেলগেট দিয়ে ঘুরে বড়পুল হয়ে শ্রীপুর এলাকা থেকে আবার বড়পুল মোড় হয়ে মুরগীর ফার্ম দিয়ে বাগমারা তালতালা হয়ে ইউটার্ন নিয়ে বড়পুল হয়ে আবার পুলিশ সুপার কার্যালয়ে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতে থেকে সাইকেল র‍্যালী উদ্বোধন করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও সদ্য পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মো. রেজাউল করিম।

র‍্যালীেতে আমরা রাজবাড়ীর সন্তান, রাজবাড়ী সার্কেল, সাইকেল লাভার রাজবাড়ী, মাগুরা সাইক্লিস্টসহ র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা ও জেলার বাইরে থেকে আসা বিভিন্ন বয়সের তরুণ, যুবকেরা মিলে প্রায় পাঁচ শতাধিক সাইকেল অংশগ্রহণ করে।

অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা রাজবাড়ীর সন্তান” পেইজের এর এডমিন তাসিন আহমেদ মিঠু বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে। তরুণরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ। মাদকের ছোবল থেকে তাদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রথম আমরা কোন ব্যতিক্রমী সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করলাম। সমাজে  মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি করায় আজকের এই সাইকেল র‍্যালীর গুরুত্ব অপরিসীম। আমি জেলা অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম স্যারের অনেকে ধন্যবাদ জানাই, তিনি এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।

র‍্যালীতে অংশ নেওয়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্ত সরকার বলেন, জেলা পুলিশের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বর্তমানে সময়ে মোবাইল ফোন, ও মাদককের আসক্ত থেকে যুব সমাজ কে রক্ষা করতে এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজনে থাকতে পেয়ে আমি অনেক আনন্দিত।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও সদ্য পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মো.রেজাউল করিম বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে। তরুণ, যুবকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, মাদকের ছোবল থেকে তাদের বাচাতে সকলকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার ও জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এর ব্যাপারে প্রশাসনকে তথ্য দিয়ে সাহায্য করার আহবান জানা তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা