ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে উপকারভোগীদের সাথে রাজবাড়ী-১ আসনের সংসদস সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলীপুর ইউনিয়ম আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান মিন্টু।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আপনারা যারা উপকারভোগী আছেন, তাদের ভাতা আগামীতে শেখ হাসিনা সরকার দ্বিগুন করবে।বস্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা যদি আপনারা বন্ধ করতে না চান তাহলে আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে হবে।