নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব নাজিমুদ্দিন মুন্সীর সহধর্মিণী ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী’র মাতা মাহিরুন নেছা’র (৯৬) দাফন সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে।
এর আগে বার্ধক্যজনিত কারণে সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কার্যালয়ে অবস্থিত নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। পরে বিকাল ৪টা ৪০ মিনিটে উপজেলা কোর্ট চত্বর মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় রাজবাড়ী জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার শাখার উপপরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল সহ পাংশা, কালুখালি এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা নামাজ পড়ান মরহুমার নাতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম মুন্সী। জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজের আগে মরহুমার কফিনে শ্রদ্ধা জানান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ সহ উপজেলা আওয়ামী লীগ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এক শোকবার্তায় বলেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর মাতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।