Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা

সড়ক নিরাপদ হলে হাইওয়েতে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে – ডিআইজি সালমা বেগম

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

মইন মৃধা, রাজবাড়ীঃ “আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ টায় রাজবাড়ী পৌরসভার অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের আয়োজনে এ আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হাইওয়ে পুলিশ ঢাকা (দক্ষিণ বিভাগ) এর ডিআইজি সালমা বেগম পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে হাইওয়ে পুলিশ ঢাকা (পূর্ব বিভাগ) এর অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন বিপিএম, অতিরিক্ত রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোর্শেদা খাতুন, পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, জেলা সিভিল সার্জন ডা. মো.ইব্রাহিম টিটন, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সড়ক ও জনপদ (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদ, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক, অভিভাবক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ ঢাকা (দক্ষিণ বিভাগ) এর ডিআইজি সালমা বেগম পিপিএম বলেন, সড়ক নিরাপদ হলো হাইওয়েতে শান্তিশৃঙ্খলা ফিরে আসতো এবং দূর্ঘটনা অনেক কমে যেতো। হাইওয়ে পুলিশ তিনটি বিষয় নিয়ে কাজ করে, যেমন মহাসড়কের শৃঙ্খলা, দূর্ঘটনা কমিয়ে আনা ও মহাসড়ক নিরাপদে রাখা। আমরা সবাই সচেতন নাগরিক, আমরা চাইবো সবাই আইন মেনে চলতে এবং সড়কে চারিদিকে খেয়াল রেখে চলাফেরা করতে।

চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, সড়কে চোখে ঘুম নিয়ে কোন চালক যানবাহন চালাবেন না, ট্রাফিক আইন মেনে চলুন, আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হউন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুরের করিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুর রহমান। বিতর্ক অনুষ্ঠানে আগত দর্শকদের মধ্য হতে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কুইজ বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হয়। এবং বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে, বিপক্ষে দলের মধ্যে সেরা নির্বাচন করে পুরস্কার দেওয়া হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত