ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় বিভাগ ইউপি শাখা। বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান রজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ মূলঘর চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগ উল্লেখ করে ফৌজদারী আদালতে বিচারাধীন মামলার মেরিটকে আসামীদের পক্ষে প্রভাবিত করার লক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক এখতিয়ার বহির্ভূত মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপর্ণ তথ্য দিয়ে প্রত্যয়ন ইস্যু করার অভিযোগ তদন্তে প্রমানিত হয়।
এ তদন্তে চেয়ারম্যান চেয়াটম্যান কর্তৃক কাটন দর্শানোর নোটিশ উপযুক্ত ও সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) আইন ২০০৯ এর ৩৪/৪ এর (খ) ও (ঘ) ধারায় রাজবাড়ী জেলা প্রশাসক ওই চেয়ারম্যানের ওপর ব্যাবস্থা গ্রহনের সুপারিশ করেন।
রাজবাড়ী জেলার সদর উপজেলার ১১নং মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের উল্লেখিত অভিযোগে তার দ্বারা ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় বলে সরকার মনে করে। এ কারনে মূলঘর ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার বিভাগ গত ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে তাকে সাময়িক বরখাস্ত করে। এ প্রজ্ঞাপনে স্থানীয় সরকার অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যানকে বরখাস্তের কারন তুলে ধরা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু মূলঘর ইউপি চেয়াম্যানের সংঘটিত অপরাদ মূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদের জনস্বার্থের পরিপন্থি বিবেচনা করে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ আইনে চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল বলে উল্লেখ করা হয়।
উক্ত বরখাস্তের অনুলিপি জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী অফিস, মূলঘর ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। অবগতির জন্য স্থানীয় সরকারের মন্ত্রীর একান্ত সচিব, সচিবের সচিব, অতিরিক্ত সচিব ও ইউনিয়ন পরিষদ যুগ্ন সচিবের নিকট পাঠানো হয়।