নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে কাজী ইরাদত আলীকে মনোনয়নের দাবী জানিয়েছেন নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নেতারা এই দাবী জানান। কাজী ইরাদত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজবাড়ী-১ আসনে বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি সর্ম্পকে কাজী ইরাদত আলীর বড় ভাই। তবে তাঁর সংসদ সদস্য নির্বাচনে বড় ভূমিকা পালন করে থাকেন ইরাদত আলী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বরে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল কর্মীসভার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
গোয়ালন্দ উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ। অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ জেলা ও উপজেলা নেতারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মো. জিল্লুল হাকিম বলেন, যে আমাদের সাথে প্রতারণা করবেনা, আমাদের সুযোগ সুবিধা দেখবে। নেতাকর্মীদের সুখে দুখে থাকবে। এমন এক নেতা হচ্ছেন কাজী ইরাদত আলী। দীর্ঘদিন দলকে সংগঠিত করে গুছিয়ে রেখেছেন। শতভাগ নেতারা কাজী ইরাদত আলীর পক্ষে আছে। দল তো তাকেই মনোনিত করবে নেতাকর্মীরা যার সাথে আছেন।
তিনি বলেন, জেলার সমস্ত গুরুত্বপূর্ণ নেতা আজকের সভায় উপস্থিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হলে রাজবাড়ীর দুটি আসনই দরকার। কাজী ইরাদত আলীর কিছুটা সমস্যা ছিল, তিনি এখন সুস্থ্য। সাংসদ হলে তাকে সংসদে বক্তব্য দিতে হবে এমন নয়। অনেক সংসদ সদস্য আছেন যারা বক্তব্য দেননা। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের উপযুক্ত নেতাকে নমিনেশন দিতে হবে। এর কোন বিকল্প নেই।
জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব বলেন, ৭৫ পরবর্তী জেলা আ.লীগকে সুসংগঠিত করে শক্তিশালী করেছেন। আমি যখন যাত্রলীগ করেছি তিনি দুঃস্থ্য ছাত্রদের কল্যানে উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। নিজের তহবিল থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আগামী সংসদ নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনার কাছে তাঁকে মনোননের দাবী জানাচ্ছি।
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল বলেন, আমাদের নেতা কাজী ইরাদত আলীর জন্য দোয়া করবেন। নৌকার টিকিট যেন আমাদের এই নেতা, কাঙ্খিত নেতার হাতে যেন আমাদের নেত্রী তুলে দেন, সেই দাবী রাখবো।
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বলেন, কাজী ইরাদত আলী করোনার সময় কয়েক কোটি টাকার খাদ্য বিতরণ করেছেন। আপনাদের দোয়ায় আমার নেতা সুস্থ্য। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাঁকে মনোয়ন দিয়ে রাজবাড়ী-১ আসনকে আরো সুসংগঠিত করবে, আপনাদের খোঁজ খবর নিবে সেই প্রত্যাশা করছি।
উপজেলা আ.লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা বলেন, মহামারির মধ্যে যখন সাধারণ মানুষ ঘরবন্দি ছিল। তখন নেত্রীর নির্দেশে আমাদের নেতা কাজী ইরাদত আলী কোটি কোটি খরচ করে খাদ্য বিতরণ করেছেন। কাজী ইরাদত আলীকে নৌকার মনোনয়ন দেওয়া হয় নেত্রীর কাছে সেই প্রত্যাশা রাখছি।
রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, কাজী ইরাদত আলীর গল্প এই মঞ্চে ৫-১০ মিনিটে বলে শেষ করা যাবেনা। ৭৫ পরবর্তী যখন আ.লীগের দুর্দশা, তখন আমাদের মতো অসংখ্য কর্মী তৈরী করেছেন। আমি ধিক্কার জানায় তাদের, যারা কাজী ইরাদত আলীর নামে নেত্রীর কাছে অসুস্থ্যতার কথা বলে ভ্রান্ত ধারণা দিচ্ছেন।
কাজী ইরাদত আলী তাঁর বক্তব্যে নিজের সুস্থ্যতার কথা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানান। শেখ হাসিনা সরকার বার বার দরকার বলে নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।