নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সরকারের উন্নয়নের সাফল্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকালে গোয়ালন্দ পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাল্লাপট্টি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক ও মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা।
অন্যান্যদের মধ্যে এ সময় গোয়ালন্দ পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রফেসর মো. আলমগীর হোসেন, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি মুক্তি রানী কর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগম, ছোটভাকলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান, যুবলীগ নেতা বাদল চৌধুরী সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আজ আপনারা দেখবেন প্রত্যন্ত গ্রামঞ্চলের প্রতিটি রাস্তা-ঘাট পাকা করণ হয়েছে। বিধবা মায়েরা পাচ্ছেন বিধবা ভাতা, বয়স্করা পাচ্ছেন বয়স্ক ভাতা আর গর্ভবতী বোনেরা পাচ্ছে মাতৃকালীন ভাতা, এসবই জননেত্রী শেখ হাসিনার অবদান। তাই আপনারা জেনেশুনে ভুল করবেনা না।