নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সেনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ” বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা “শীর্ষক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল কমিটির আয়োজনে এ আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় রাজবাড়ী সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল কমিটির সভাপতি মো. আবু দাউদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসি ডিজিএম মো. শাহাদাত হোসেন লিন্টু, কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের এজিএম মো. হাবিবুর রহমান, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি মো. ইদ্রিস আলী ফকির, রাজবাড়ী প্রিন্সিপাল কমিটির উপূেস্টা মো. নজরুল ইসলাম, ফরিদপুর প্রিন্সিপাল কমিটির সভাপতি মো. জাকির হোসেন, রাজবাড়ী সেনালী ব্যাংক ম্যানেজার মো. মুনতাসির আল মামুন, রাজবাড়ী গোয়ালন্দ মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজের পরিচালক মো. সেলিম মুন্সি, ফরিদপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল কমিটির যুগ্ন সাধারন সম্পাদক রাম প্রসাূ দাস প্রমূখ।