ইমরান মনিম, রাজবাড়ীঃ গ্রামীন সড়ক পূনর্বাসন প্রকল্পের আওতায় রাজবাড়ী খানখানাপুর ইউনিয়নের নাসির ফকির পাড়া ডিগ্রি চড় থেকে মল্লিক ভাঙ্গা রাস্তা পাকা করন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার (৭ অক্টোবর) বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার ৫৬০ টাকা চিক্তি মূল্যে সড়কটির নির্মান কাজের উদ্বোধন করা হয়।কাজটি সম্পন্ন করবেন মো. সাইদুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠান।
উদ্বোধনের আগে বিকালে খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ডিগ্রিচর চাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাস্তার নির্মান কাজ উদ্বোধন পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রদান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পলিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, খানখানাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম লাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্যা, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লা, সাধারন সম্পাদক এসএম ফরহাদ নান্নু, সমাজ সেবক আতিক আল আলম, তরুন ব্যবসায়ী সেলিম মুন্সী।
সভার সভাপতিত্ব করেন খানখানাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মো. আজাহার আলী প্রমুখ।