নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মূল্যায়নে রাজবাড়ী জেলার ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আবু কায়সার খান উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, যে কোন ভালো কাজের স্বীকৃতি আগামীতে আরো ভালো কাজ করার জন্য বড় একটি অনুপ্রেরনা। আজ পুরো উজানচর ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা করার জন্যই এ সম্মাননা অর্জন করা সম্ভব হয়েছে। ইউনিয়নের প্রতিটি মানুষই এই কাজে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলেই আজ এই দ্বিতীয় স্থান অর্জন করা সম্ভব হয়েছে। তাই আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ইউনিয়নবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ২০২২ এ (গত বছরে) জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মূল্যায়নে রাজবাড়ী জেলার ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ১ম স্থান অধিকার করেছিলেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ।