নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আ.লীগ শান্তি সমাবেশ করে।
শান্তি সমাবেশে অংশ নিতে রাজবাড়ী থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল সহ নেতাকর্মিরা রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কসর্যালয় থেকে যাত্রা শুরু করে গোয়ালন্দমোড় থেকে বসন্তপুর হয়ে গোয়ালন্দ মোড়ে এসে সমাবেশ করা হয়।
সোমবার বিকালে জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
সভায় আরো বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শান্তনু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি মো. শাহীন শেখ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল সহ জেলা, উপজেলা ও পৌর, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।