নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট বাজার কালী মন্দিরের সামনে থেকে হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে পুলিশ প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের ৫০ গ্রাম হেরোইন জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতয়ালী থানার ঝিলটুলী মহল্লার নন্দ দুলাল মুখার্জীর ছেলে পলাশ মুখার্জী (৩৯) ও শহরের কমলাপুর মহল্লার চান মিয়ার ছেলে ইকবাল শেখ (২৮)। এর মধ্যে পলাশ মুখার্জীল বিরুদ্ধে থানায় পূর্বে আরো দুটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ইকবাল শেখ এর বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজি সহ মোট তিনটি মামলা রয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার শুক্রবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাট বাজার কালী মন্দিরের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।