ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার গোয়ালপাড়া গ্রামে যৌতুকের কারনে গৃহবধুকে হাত পা মুখ বেধে ব্লেড দিয়ে মারাত্বক ভাবে জখম করা হয়েছে।
গত সোমবার বিকেলে গোয়ালপাড়া গ্রামের আয়শা খাতুনের স্বামী গিয়াস উদ্দিনের বাড়িতে ডাক্তারের দেয়া ঘুমের ওষুধের ওভার ডোজ খাওয়ানো হয়।পরে আয়শা ঘুমিয়ে পরলে শ্বশুর বাড়ীর লোকজন হাত, পা, গলা সহ বিভিন্ন স্থানে চেপে ধরে ব্লেড দিয়ে দুই পায়ের তালু, দুই হাত শরীরের বিভিন্ন অংশে জখম করে।
এ সময় আয়শা ঘুমের মধ্যে থেকে জেগে উঠলে তারা আরো জোর করে চেপে ধরে আরো আঘাত করে। আয়শা জেগে উঠলে হাত, পা চেপে ধরা লোকজন বলে কথা বলবি তাহলে একবারে গলা কেটে চিরতরে শেষ করে ফেলবো। এই ভয়ে তখন আয়শা আর কথা বলে না। কিছুক্ষন পরে তাকে ছেড়ে সবাই চলে গেলে আয়শা তার জখম নিয়ে স্থানীয় মেম্বারের বাড়িতে গেলে তিনি বলেন, আমি শুনেছি তোমার হাত পা তুমি নিজেই কেটেছো। এরপর আয়শা তার মা রহিমা বেগমকে জানালে রহিমা বেগম এসে আয়শাকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আয়শার খাতুনের স্বামী গিয়াসউদ্দিনকে প্রধান আসামী করে বাকী আরো চারজন পলাশ, পিয়াস ও রাসিদুল ইসলামকে আসামী করে অভিযোগ দায়ের করা হয় কালুখালী থানায়।
গত সাত বছর আগে রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মনদিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে আয়শা’র বিয়ে হয় কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গেয়ালপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে গিয়াসউদ্দিনের সাথে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে আয়শাকে তার স্বামীসহ তার পরিবার নানাভাবে নির্যাতন করতে থাকে।কয়েকবার স্থানীয় ভাবে বিচার করে স্বামীর বাড়ীতে পাঠানো হয়।
আয়শা বলেন, বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কও রয়েছে তার স্বামী গিয়াস উদ্দিনের। আমাকে শ্বশুর বাড়ীর লেকজন মেরে ফেলতে চেয়েছিল। আমাকে মেরে ফেলার জন্য হাত, পা ও গলা চেপে ধরে ব্লেড দিয়ে পলাশ, পিয়াস ও রাসিদুল ইসলাম ও আমার শাশুরি আমাকে জখম করেছে। এ ঘটানায় অভিযোগ পত্রে উল্লেখিত সবাই জড়িত রয়েছে বলে জানায় আয়শা খাতুন।
কালুখালী গোয়ালপাড়া গ্রামের মেম্বার বিল্লাল হোসেনসহ ছয় থেকে সাতজন রাজবাড়ী সদর হাসপাতালে আয়শা খাতুনের পরিবারকে আর বাড়াবাড়ি না করতে এবং এ বিষয়ে আর সামনে না আগাতে হুমকি প্রদর্শন করেন।
তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কালুখালী থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নিয়ে অভিযোগপত্র রেখে তাদের বিদায় করা হয়।
অভিযোগকারী রহিমা বেগম বলেন, আমার মেয়ে আয়শাকে ওর শ্বশুর বাড়ীর লোকজন যৌতুকের কারনে বিভিন্ন সময় মারপিট করত। আমরা গরিব মানুষ, যৌতুক দেওয়ার সামর্থ আমাদের নাই।আমার মেয়েকে যারা মেরে ফেলতে চেয়েছে তাদের বিচার চাই।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পায়ের আঘাতের ক্ষত দেখে মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে কেউ তার পায়ে কেটেছে। নিজের দ্বারা নিজ পায়ে কখনো এমনভাবে কাটা সম্ভব নয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রান বন্ধু চন্দ্র বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর মা রহিমা বেগম এসে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।