Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

গোয়ালন্দে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ, মেয়রের দুঃখ প্রকাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ আগস্ট ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম। মেয়রকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ, সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য প্রদানের প্রতিবাদে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাকে পুজি করে একটি পক্ষের স্বার্থ বাস্তবায়ন করতে ক্ষমতার অপব্যবহার করছে। আমার ক্ষেত্রেও এর ব্যাত্যয় ঘটেনি। সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন ওরফে আজু শিকদার, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কুদ্দুস-উল আলম ও ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম এর খামারের বেতনভুক্ত চাকুরি করেন। পৌর নির্বাচনের পর থেকে উদ্দেশ্যেমূলকভাবে তারা যেন তেন বিষয়ে আমাকে হেয় করতে মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। তাদের অনুগতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং পরিবারকে হেয়প্রতিপন্ন করছে।

চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে মেয়র বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দেওয়ালে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালের সামনে এসএস পাইপ দ্বারা বেষ্টিত। তার বাইরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনকালে আমি, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ জুতা পায়ে দিয়ে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করি। অথচ শুধুমাত্র ব্যক্তিগতভাবে হেয় করতে আমার বিরুদ্ধে জুতা পায়ে দেওয়ার ছবি দিয়ে সমকালসহ কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে।

এ বিষয়ে সমকাল প্রতিনিধির কাছে মুঠোফোনে জানতে চাইলে কথা বলার এক পর্যায়ে এক-দুটি খারাপ শব্দ বের হয়ে যায়। এ জন্য আমি সাংবাদিক বন্ধুদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি। একই সাথে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকতার মতো মহান পেশাকে কুলষিত না করে তাদের প্রতি দায়িত্বশীল সাংবাদিকতা করার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির পলাশ, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ এর সভাপতি আমীরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জালাল হোসাইন প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন