ইমরান মনিম, রাজবাড়ীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্ববৃহত ছাত্র সমাবেশ সফল করতে রাজবাড়ীতে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভপতি মো. শাহীন শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, সাধারন সম্পাদক কামাল শেখ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন হৃদয়, সদর পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর, সাধারন সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন, সাধারন সম্পাদক সাগর মন্ডল, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় বৃহত ছাত্র সমাবেশ সফল করতে রাজবাড়ী জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মিরা অংশ নিবে।