ইমরান মনিম, রাজবাড়ীঃ “বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাশ ও জঙ্গীবাদের ঠাই নাই” এই স্লোগানে রাজবাড়ীতে রক্তাক্ত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত ও এর পেছনের কারিগরদের দৃষ্টা মূলক শাস্তির আওতায় আনার অনুরোধ জানান।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
সভায় আরো বক্তৃতা করেন রাজবাড়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট খোদেজা নাসরিন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম।