Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন
  6. আলোচিত খবর

২১ আগষ্টের স্প্লিন্টার বয়ে বেড়ানো গোয়ালন্দের মোজাম্মেল এখনো কাজ করতে পারেন না

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১২:১৮ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিবেদক, গোয়ালন্দঃ ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহিত এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ কয়েকশ আহত হন। তাদের মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মোজাম্মেল হোসেন রয়েছেন। তিনি আজও শরীরে স্প্লিন্টার বহন করে চলেছেন। ঠিক মতো কাজ করতে পারেন না।

মোজাম্মেল হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। পরিবারে বাবা, মা ছাড়াও স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বর্তমানে উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

রক্তাত্ব বিভীষিকাময় ২১ আগষ্ট নিয়ে কথা বলতে গিয়ে এখনো আতঁকে ওঠেন মোজাম্মেল হোসেন। তিনি বলেন, আর্থিক অনটনের কারনে ১৯৯০ সাল থেকে ঢাকায় সিএনজি চালানো শুরু করেন। ঢাকার খিলগাঁও গোড়ান বাজার ঈদগাঁ মসজিদ সংলগ্ন কাজী বাড়ির মেসে এলাকায় তিনি থাকতেন। ছোটবেলা থেকে আ.লীগকে ভালোবাসতেন বলে মাঝেমধ্যে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।

২০০৪ সালের ২১ আগষ্ট স্থানীয় আ.লীগের আমন্ত্রনে মোজাম্মেলসহ ম্যাসের ১০-১২জন বিকেলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যান।মিছিল সহকারে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সভাস্থলে যখন পৌছান তখন শেখ হাসিনার বক্তব্য চলছিল। ভিড় ঠেলে তিনি সভামঞ্চ শেখ হাসিনার কাছাকাছি পৌছান। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর হঠাৎ বিকট শব্দ আসে। মানুষের ভিড়ে বের হতে পারছিলেন না। মুহুর্তে আরো কয়েকটি শব্দে কানে কিছু শুনতে পাচ্ছিলেন না। অনুভব করে ডান কানে হাত দিয়ে দেখেন অঝোড়ে রক্ত ঝড়ছে। শরীরের বিভিন্ন স্থান থেকেও রক্ত ঝড়ছে। পড়নের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে কষ্টে সভাস্থল থেকে বেরিয়ে পড়েন। এ সময় কয়েকজন ধরে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনি বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন থাকার পর তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রায় এক মাস হাসপাতালে তার চিকিৎসা চলে। পরিবারের সামর্থ্য না থাকায় সকলে বিচলিত হলেও জানতে পারেন দলীয়ভাবে আহতদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।

মোজাম্মেল হোসেন বলেন, গ্রামে ফিরলেও শরীরে রয়ে গেছে বেশ কিছু স্প্লিন্টার। কান, মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যে শরীরে প্রচণ্ড ব্যাথা অনুভব হয়, ঘা দেখা দেয়। শারীরিক অবস্থা ভালো না থাকায় এখনো কিছু করতে পারেন না। অনেক কষ্টে জীবন কাটাতে হয়েছে। এখন সরকারের কাছে আহতদের জন্য ঢাকায় ফ্লাট বাড়ির দাবী জানান। যাতে স্ত্রী-সন্তান নিয়ে বাকি জীবনটা স্বাভাবিকভাবে পার করতে পারেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি