নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে পদ যাত্রা ও লিফলেট বিতরন করে রাজবাড়ী জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত লিফলেট বিতরন ও পদযাত্রারার অংশ হিসেবে রাজবাড়ীতেও এ কর্মসুচি পালন করা হয়।
লিফলেট বিতরন ও পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক রেজাউল করিম পিন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুনেওয়াজ, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সদস্য সচিব জহির রাজ, পৌর যুবদলের আহব্বায় সামসুল আলম রানা প্রমূখ।